বিদ্যানিকেতন হাই স্কুল

২ (নতুন) পশ্চিম দেওভোগ,ভুইয়ারবাগ,নারায়ণগঞ্জ-১৪০০
বিদ্যানিকেতন ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান
"শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ".
প্রতিষ্ঠাতাঃ জনাব কাশেম হুমায়ুন
sbiddyaniketon135189@gmail.com
ছাত্রছাত্রীদের প্রতিপালনীয়

১। পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে সকল কাজ আরম্ভ করবে ।

২। মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের শ্রদ্ধা ভক্তি এবং সম্মান করবে আর ছােটদের স্নেহ করবে।

৩। সদা সত্য কথা বলবে এবং সৎ কাজ করবে আর অসৎ কাজ ও অন্যায়কে ঘণা করবে।।

৪।  স্কুল ড্রেস (ইউনিফর্ম ) পরিধান করে নিয়মিত স্কুলে আসবে।

৫।  জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য শুদ্ধ উচ্চারণে পাঠ করবে।

৬। শ্রেণিকক্ষের ময়লা আবর্জনা, টিফিনের বর্জ্য ইত্যাদি যেখানে সেখানে না ফেলে শ্রেনিতে/ শ্রেণির পাশে সংরক্ষিত ঝুড়িতে ফেলবে।

৭। সকল ছাত্র-ছাত্রী নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলবে। ।

৮। স্কুলের সম্পদ কাউকে নষ্ট করতে দেবে না। কোন সম্পদ নষ্ট হতে দেখলে স্কুল কর্তৃপক্ষকে সাথে সাথে জানাবে।

৮। স্কুলে উদযাপিত অনুষ্ঠান সমূহে সকল ছাত্র-ছাত্রী উপস্থিত হয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে আন্তরিকভাবে চেষ্টা করবে।

৯। পড়া শিখে ও বাড়ির কাজ করে নিয়মিত আসবে।

১০। অগ্রিম ছুটি নেওয়া ব্যতীত স্কুল বন্ধ করতে পারবে না।

১১।  স্কুলের দেয়াল, দরজা, জানালা, ডেক্স, টয়লেট বা অন্য কোন স্থানে কোন ছাত্র-ছাত্রী কিছু লিখবে না। কেউ লিখলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

১২। স্কুল ডায়েরী, পাঠোন্নতির বিবরণী ও বেতন কার্ড-এর কোন লেখা, নম্বর, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের স্বাক্ষর নকল করলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২। কোনরূপ অসদাচরণ বা বিদ্যালয়ের নিয়ম-কানুন লঙ্ঘন করলে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

***ধুমপান বা অন্য যেকোন মাদককে বর্জন করবে।