বিদ্যানিকেতন হাই স্কুল
২ (নতুন) পশ্চিম
দেওভোগ,ভুইয়ারবাগ,নারায়ণগঞ্জ-১৪০০
বিদ্যানিকেতন ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান
“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”
প্রতিষ্ঠাতাঃ জনাব কাশেম হুমায়ুন
sbiddyaniketon135189@gmail.com
ফোনঃ০২-৭৬৪৭৯৯৭

নোটিশ

৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তিঃ

নোটঃ৩

পাঠ্যবইয়ের ঘর: ১.১, ঘর: ১.২ এবং পৃষ্ঠা ৬ পড়তে হবে। 

 

৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তিঃ

নোটঃ২

১।কম্পিউটার কি? 

Compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার (Computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে।

২। ইন্টারনেট কি?

ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেট্ওয়ার্ক(interconnected network) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে।

৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তিঃ

নোটঃ১

১)কম্পিউটার শব্দের অর্থ কি?

উত্তরঃ গণনাকারী যন্ত্র।

২) কম্পিউটার  কে আবিষ্কার করেন?

উত্তরঃ কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন।

৩) আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তরঃ আধুনিক কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।

৪) বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?

উত্তরঃ ENIC.

৫) এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরী হয় কোন কম্পিউটার?

উত্তরঃ- হাইব্রিড কম্পিউটার।

৬) কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় কাকে?

উত্তরঃ- বিল গেটস।

৭) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কি?

উত্তরঃ- অ্যবাকাস।(চীনে তৈরী)

৮) কোনটি কম্পিউটারের নেই?

উত্তরঃ বুদ্ধিবিবেচনা

৯) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে কোনটি?

উত্তরঃ প্রসেসর।

১০) CPU কি?

উত্তরঃ Central Processing Unit.

১১।১. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি?
উত্তরঃ বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট।

১২।বিশ্ব কম্পিউটার কম্পিউটার সাক্ষরতা/Literacy Day দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।

১৩.লাইভওয়্যার বলতে কী বোঝায়?
উত্তরঃ কম্পিউটার দিয়ে কাজ করা লোক বা মানুষ।

১৪.‘Do no evil’ ….. কার ট্যাগ লাইন।
উত্তর: গুগল।

১৫.নেটিজেন কে?
উত্তর: নেট নাগরিক (নাগরিক যারা ইন্টারনেট ব্যবহার করেন)।

নোট ২ প্রকাশিত হবে ৩ মার্চ শুক্রবার

  • যে ভাষার জন্য আমাদের এত গৌরব যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে এত মহান। সেই ভাষা শহীদদেরকে কি মোরা ভুলিতে কখনো পারি। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
  • সকাল ৭ টায় বিদ্যালয় থেকে র‍্যালি চাষাড়া শহিদ মিনারে যাত্রা শুরু করবে।সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হল।
পবিত্র শবে মেরাজ উপলক্ষ্যে  রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় বন্ধ থাকবে।

বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী১৬ ফেব্রুয়ারি নাগবাড়ি ফুটবল খেলার মাঠে সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান মেলাঃ২০২৩

৬ষ্ঠ -৮ম বিষয়ঃ

১। সৌর বিদ্যুতের সম্ভাবনা

২। তথ্যপ্রযুক্তির ব্যবহার

৩। বায়ো গ্যাস প্লান্ট

৪। স্বাস্থ্য সুরক্ষা

৮ম-১০ম বিষয়ঃ

১। স্মার্ট ফোনে আসক্তি ও পড়াশোনায় ক্ষতি 

২। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা 

৩। তথ্যপ্রযুক্তির ব্যবহার 

৪। সৌর বিদ্যুতের ব্যবস্থাপনা

 

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিঃ

বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার বাছাই পর্ব আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ফাইনাল প্রতিযোগিতার তারিখ পরে জানানো হবে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস ফৌজিয়া খানম জলি’র অকাল মৃত্যুতে বিদ্যালয় ২ ফেব্রুয়ারি বন্ধ থাকিবে।